শিপন রানা, ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
থানা সূত্রে জানাযায়, সোমবার রাতে উপজেলার মেঘার মাঠ এলাকায় চোরাই ব্যাটারী চালিত অটোরিকশা বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার এস আই আবুল কালাম আজাদ, এস আই তানভীর ও এএসআই শাহ আলম সহ সংগীয় ফোর্সের অভিযানে চোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যে আরো ওই চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৬ ব্যাটারী চালিত অটো রিকশা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত চক্রের ৪ সদস্য হলেন, রৌমারী উপজেলার তোতা মিয়ার ছেলে হাসেম মিয়া (২৪),লাল চান শেখ (৩৫), দেওয়ানগঞ্জ থানার মৃত জহির শেখের ছেলে মিজানুর রহমান উলিপুর থানা এলাকার আইয়ুব আলীর ছেলে চান মিয়া (৩৫) উলিপু থানার এলাকার আবু তাহেরের ছেলে । অভিযান পরিচালনাকারী এস.আই. আবুল কালাম আজাদ জানান, চক্রটি দীর্ঘদিন যাবত এলাকায় অটোরিকশা চুরি করে আসছিলো। কিন্তু উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। সোমবার রাতে বিশ্বস্ত সূত্রে চুরির ঘটনা ও অটোরিকশা বিক্রয়ের খবর পেয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অটো ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে ও তাদেরকে নিয়মিত মামলা ধারা নং ৪১৩ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান চলমান থাকবে।
Leave a Reply