ইরাক আহমেদ,গফরগাঁও প্রতিনিধিঃ
গাজিপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার থেকে বৈরাগবাড়ি এবং পাগলা থানা হয়ে অতিদ্রুত সময়ে কিশোরগঞ্জ পৌছার ব্রীজ টি বেশকিছুদিন বন্ধ থাকার পর এখন দ্রুত গতিতে কাজ চলছে বলে সরেজমিনে লক্ষ্য করা যায়।
আরো ও জানা যায় ইতিপূর্বে এই ব্রীজ টি হওয়া নিয়ে শংকা ছিলো বর্তমানে না থাকার ফলে তড়িৎ গতিতে কাজ চলছে।
বরমী বাজার ব্যবসায়ীরা সাংবাদিকের প্রশ্নের জবাবে জানান যে,এই ব্রীজ টি সম্পূর্ণ হলে রাস্তায় আর কোন যানজট থাকবে না।
দীর্ঘদিন ধরে মানুষ ছোট একটি ব্রীজ দিয়ে চলাচল করে সেই সাথে গণপরিবহন গুলো যার ফলে ছোট ব্রীজে দুইটা গাড়ি ক্রসিং হতে সমস্যা হয়, সাধারণ যাত্রী সহ জরুরি হাসপাতালগামী রোগীরা ও প্রচন্ডরকম ভাবে ভোগান্তি পোহান।
শীগ্রই ব্রীজ টি সম্পূর্ণ রূপে নির্মিত হলে ভোগান্তির লাগব কমবে হাজার হাজার মানুষের এমনটা প্রত্যাশা করেন সচেতন সমাজ এর নাগরিকবৃন্দ।
Leave a Reply