নিজস্ব প্রতিবেদকঃ
বডি বিল্ডিং প্রতিযোগিতায় (মিষ্টার কেরানীগঞ্জ) অংশগ্রহণ করে পঞ্চম হয়েছেন শ্রীপুরের ছেলে আজাহারুল ইসলাম সালাম।সে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার সালাম জিমের স্বত্বাধিকারী।১০ ফেব্রুয়ারি (শনিবার) কেরানীগঞ্জের আগানগরে হামিদ স্পোর্টস একাডেমির উদ্যোগে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ‘মিস্টার কেরানীগঞ্জ’ হতে এবার লড়ছেন ১৭৮ জন প্রতিযোগী। এরমধ্যে কেরানীগঞ্জের ৪০ জন বডিবিল্ডার অংশগ্রহণ করেন।যাদের সঙ্গে সারা দেশ থেকে আসা বডিবিল্ডারদের লড়াই হয়।
উক্ত প্রতিযোগিতায় গাজীপুরের শ্রীপুর থেকে অংশগ্রহণ করেন সালাম জিমের স্বত্বাধিকারী আজাহারুল ইসলাম সালাম। খেলায় অংশগ্রহণ করা সালাম বলেন, ‘মিস্টার কেরানীগঞ্জ ২০২৪‘ এ খেলায় আমি অংশগ্রহণ করে ৭৫ কেজি ক্যাটাগরিতে পঞ্চম স্থান হয়েছি। আমি বডিবিল্ডিং করি সুস্থ থাকার জন্য। মোট সাড়ে ৮ লাখ টাকার প্রাইজমানি থাকছে হামিদ স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী বডিবিল্ডিং এই প্রতিযোগিতায়।বিজয়ীদের হাতে ক্রেস্ট তোলে দেম মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
এ সময় মিস্টার কেরানীগঞ্জ প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক স্বর্ণপদকজয়ী সাবেক বডিবিল্ডার রুসলান হোসেন, পরিচালক জাকির আহমেদ, নাসরিন পপি, একাডেমির পরিচালক তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।
Leave a Reply