এস এম আকাশ,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ
বান্দরবানের লামা উপজেলা থেকে ৩ কোটি ৬০ লাখ টাকার ৩ কেজি ৬০০ গ্রাম আফিম উদ্ধারসহ পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ কক্সবাজার।
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ের ইয়াংছা ছোট পাড়া থেকে এসব আফিম
উদ্ধার করা হয়।
এসময় পাচারের উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে হ্লামং মার্মা (৪৫) নামের একজনকে আটক করে র্যাব। আটক হ্লামং মার্মা ছোট পাড়ার বাসিন্দা মংচাই মার্মার ছেলে বলে জানা যায়।
বান্দরবান জেলার দুর্গম পাহাড়ি এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় বৃদ্ধিসহ মাদক কারবারিরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে চোরাই পথে আফিমসহ অন্যান্য মাদকদ্রব্য পাচার করে আসছে। উক্ত বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১৫ এর আভিজানিক দল উপজেলার ইয়াংছা ছোট পাড়ায় অভিযান চালিয়ে আফিম পাচারের মুল হোতা হ্লামং মার্মাকে আটক করেন।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ্লামং মার্মার তথ্যের ভিত্তিতে তার নিজ ঘরের শয়ন কক্ষের খাটের নীচ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম আফিম উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত আফিমের বত্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানা গেছে।
আটক হ্লামং মার্মা র্যাবকে জানায়, বান্দরবান জেলার গহিন পাহাড় বিশেষ করে সীমান্ত এলাকায়
একটি সিন্ডিকেট রয়েছে, যারা এ আফিম চাষ করাসহ প্রক্রিয়াজাত করে থাকে। এরপর আফিমগুলো শহরে নিয়ে যায় ও সুযোগ বুঝে বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে যাত্রী সেজে, অভিনব কায়দায়, আবার কখনো কখনো আফিম চালানের ক্যারিয়ারদের মাধ্যমে কক্সবাজার, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।
আফিম উদ্ধার ও পাচারকারীকে আটক বিষয়ে নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ বলেন, এ ঘটনায় আটক হ্লামং মার্মার বিরুদ্ধে রবিবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply