স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের নগরকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান সাকিল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান সাকিল বলেন, আইন-শৃংখলা সমুন্নত রাখতে পুলিশ ও সাংবাদিকদের কাজ এক ও অভিন্ন। আইন শৃংখলা বিষয়ে সকল সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরো বলেন , সাংবাদিকরা পুলিশের কাছে দর্পণ স্বরুপ। তাদের সামনে দাঁড়ালে তারা বুঝতে পারেন যে তাদের কোন ভুল আছে কিনা। সাংবাদিকরা আমাদের ভুল ধরিয়ে দিতে পারেন।
তিনি মাদক, সন্ত্রাস ও দাঙ্গা মুক্ত নগরকান্দা গড়ে তুলতে নগরকান্দায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। গনমাধ্যম কর্মীরা নগরকান্দা-সালথার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আহাদ,সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সিনিয়র সাংবাদিক শওকত আলী শরীফ, লিয়াকত হোসেন,রেজাউল করিম সেলিম,বেলায়েত হোসেন লিটন,শফিকুল খান জনি,মিজানুর রহমান মিজান,শামিমুর রহমান,নিজাম নকিব,শফিকুল ইসলাম মন্টু, হাসান রাহুল আল ফয়সাল, সাইফ হোসেন সাইফ, আবু নাসির প্রমুখ
Leave a Reply