রাশেদুল ইসলাম,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল সোনাদিয়া ইউনিয়নে ৬নং ওয়ার্ড সংলগ্ন মানিক বাজারে সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসা উদ্বোধন ও নবপাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(৩ ফেব্রুয়ারি ) শনিবার দুপুরে মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা মাহমুদুল হাসান খাজার সভাপতিত্বে ও মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক আলা উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াছিন আরাফাত,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: নূরুল আফছার রাহাদ,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতামিম,জামিয়া মাদানিয়া দারুল আরকান মাদ্রাসার হাফেজ মাওলানা ইলিয়াস, সোনাদিয়া ৬ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক আলাউদ্দিন সহ প্রমুখ
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, মাদ্রাসা দ্বীনের জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে এই মাদ্রাসাটি পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে। এ মাদ্রাসাটি অত্র এলাকার দরিদ্র, অসহায়, ঝড়ে পড়া শিশুদের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- মাদ্রাসা কমিটির সভাপতি -আবুল হাসেম,যুগ্ম সাধারণ সম্পাদক মো.বেলাল উদ্দিন, সহ সভাপতি -মাসুম মান্না সহ অবিভাবক ও ৫ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
পরে ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ প্রতিষ্ঠানের কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
Leave a Reply