মহিউদ্দিন মহি খন্দকার,ফেনী প্রতিনিধিঃ
ফেনীর মুহুরী নদীর পরশুরাম অংশের পাড় (বেড়ীবাঁধ) এর মাটিকেটে বিক্রি করেছে দুর্বৃত্তরা। দ্রুত সময়ের মধ্যে বরাট না করলে এর সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ফেনী ১ (ছাগলনাইয়া ফুলগাজী ও পরশুরাম) আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
বৃহষ্পতিবার সন্ধ্যায় তাঁর ব্যবহৃত ফেসবুক আইডিতে ছবিসহ একটি স্ট্যাটাসের মাধ্যমে এ ক্ষোভের বিষযটি জানিয়েছেন তিনি ।
তিনি লিখেছেন, ‘বেড়ীবাঁধের মাটি যারা কেটেছেন, তাদের তথ্য আমার কাছে আছে। তাদের প্রতি অনুরোধ বৃহস্পতিবার রাতের মধ্যে বেড়ীবাঁধ মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হব । না হলে আমি নিজে বাদী হয়ে মামলা করাসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব’।
তাঁর স্ট্যাটাসটি ব্যপক ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়ায় প্রশংসা পেয়েছেন তিনি। কমেন্টসে অনেকে লিখেছেন, যেখানে জনপ্রতিনিধিদের সহযোগীতায় প্রকাশ্যে সরকারি- বেসরকারি জমি নদী- নালা থেকে মাটি লুট করা হচ্ছে। সেখানে একজন সংসদ সদস্যের হুংকারে নড়েচড়ে বসেছে মাটিখেকো ও তাদের সহযোগীরা।
কেউ কেউ লিখেছেন এমপির কঠোর অবস্থানের কারনে এবার মাটিখোরদের হাত থেকে রক্ষা পাবে কৃষি জমির উপরিভাগের মাটি।
Leave a Reply