সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামে জমকালো আয়োজনে দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ সিঙ্গাপুর মার্কেটের দ্বিতীয় তলায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।
স্বাধীনতার স্বপক্ষের শক্তি “দৈনিক বিজয় বাংলাদেশ” পত্রিকার নির্বাহী সম্পাদক এইচ এম এমদাদ উল্লাহ চৌধুরী’র সভাপতিত্বে এবং চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার প্রকাশক ড. এইচ এম এরশাদ উল্লাহ চৌধুরী।
এ সময় ড. এইচ এম এরশাদ উল্লাহ চৌধুরী বলেন,সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন। সমাজ উন্নয়নে সংবাদপত্র এবং সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম।আঞ্চলিক বিভিন্ন সংকট, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাহসী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, চট্টগ্রামে তরুণ সাংবাদিক জুয়েল রানা পত্রিকাটির দায়িত্ব দেওয়ায় তার মাধ্যমে এই চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে সহায়ক ভুমিকা পালন করবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রাম মোঃ আরাফাতুল ইসলাম। তিনি বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে চট্টগ্রামবাসীর আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে বলে আমি বিশ্বাস করি। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ টিভির সিনিয়র সাংবাদিক দিদারুল আলম ও দৈনিক সাঙ্গু পত্রিকার সিনিয়র সাংবাদিক এনামুল হক।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার টিটু, দৈনিক বিজয় বাংলাদেশ চট্টগ্রাম প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক হাসানুর জামান বাবু, নিজস্ব প্রতিবেদক আনিসুর রহমান, জাতীয় দৈনিক জনবানী পত্রিকার চন্দনাইশ প্রতিনিধি আইয়ুব মিয়াজী, বিজয় বাংলাদেশ পত্রিকার মহানগর প্রতিনিধি কামাল উদ্দিন, অনলাইন পোর্টাল passenger voice এর স্টাফ রিপোর্টার মোঃ জয়নাল আবেদীন,বিজয় বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়ব আহমেদ সিয়াম প্রমুখ।
Leave a Reply