,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,তন্দ্রা হারা ,,,,,,,,,,,,,,,,,,,,,
লেখকঃআবুল কালাম আজাদ
ভাঙ্গিলো ঘুম পোহালো রজনী নয়ন জাগিয়া ,
বুঝলেনা কেনো মনের মিনতি হে নিঠুর প্রিয়া ৷
কতো দিন রবো আর ভাবিয়া জাগিয়া ,
আমার ভালো বাসা পৌছেনি কেনো তোমার হিয়া ৷
একদিন তুমি আমি না হই হবে আমার মতো কারো ,
সেই না হয় আমি হলাম অপরাধ কি মনে মনে ধরো ৷
মনের দাম বুঝেনি সবাই কারো কাছে অনেক সস্তা ,
সে দিন যদি আমায় মনে করে মনটা তোমার পস্তা ৷
হৃদয়ের দোলে অনেক আদর করে তুলে ছিলাম তোমায়
কেনো উঠলেনা ভীষণ বিরহে নিচ্ছি আজ চিরো বিদায়।
Leave a Reply