মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে পরকীয়া প্রেমিকাকে বিয়ে করতে না পেরে এক যুবক ঘাসমারা ঔষুধ খেয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী ও পারিবার সূত্রে জানা গেছে, তরিকুল মোড়ল(২০), নামে এক যুবক এক সন্তানের জননীকে বিয়ে করতে না পেরে ঘাসমারা ওষুধ খেয়ে বাবার মুঠোফোনে ফোন করে আত্মহত্যা করে। সূত্রে আরো জানা গেছে, ফেসবুকে প্রেম করার একপর্যায়ে এক সন্তানের জননীকে বিয়ে করার প্রস্তাব বাবা মেনে না নেওয়ায় ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার ধোপাদি গ্রামের খোকা মোড়লের ছেলে তরিকুল মোড়ল (২০) এ ঘটনাটি ঘটায়। প্রতিবেশী শহর আলী সরদার জানান, তরিকুল মোড়ল দীর্ঘদিন ধরে ফেসবুকে এক সন্তানের জননীর সাথে প্রেম করার একপর্যায়ে এক সন্তানের জননীকে বিয়ে করতে চায়। এ ঘটনা বাড়িতে জানাজানি হলে বাড়ির লোকজন বিষয়টি মেনে না নেওয়ায় সোমবারে তরিকুল মোড়ল বাড়িতে থাকা ঘাস মারার ঔষুধ নিয়ে একটি মৎস্য ঘেরে গিয়ে ওষুধ খেয়ে ফেলে।
পরে তরিকুল তার বাবার মুঠোফোনে জানায় সে ঘাস মারা ওষুধ খেয়েছে। সে জানায় তার সাথে এক সন্তানের জননীর বিয়ে করতে দেওয়া হয়নি।যে কারণে আত্মহত্যার পথ বেছে নেন। পরে তার পরিবার ওই স্থান থেকে উদ্ধার করে দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক । পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু ঘটে। যুবকটির মরদেহ বাড়িতে আনা হয়েছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.