এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাজীপুরের কাপাসিয়া শাখা সংসদ এর সার্বিক ব্যবস্থাপনায় মনন পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সভাপতি ডা.রতিশ চন্দ্র দেবনাথ ২৭ জানুয়ারি শনিবার বিকেল কলেজ রোড সংলগ্ন এ পাঠাগার উদ্বোধন করেন।
মনন পাঠাগার কাপাসিয়া শাখার আহবায়ক সহকারী অধ্যাপক মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কমরেড মানবেন্দ্র দেব, উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ আনিসুর রহমান আনিস, গাজীপুর ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও যুবলীগ নেতা মিজানুর রহমান মিলন, শ্রীপুর মুক্তিযুদ্ধা রহমত আলী সরকারি কলেজের প্রভাষক উৎপল কুমার দাস, সাংবাদিক নূরুল আমীন সিকদার, শাকিল হাসান, এড. জাহাঙ্গীর আলম, প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করেন উদীচীর শিল্পীরা।
এ-সময় ডা. রতিশ কুমার দেবনাথ বলেন, এ পাঠাগার শিশু কিশোরদের মেধা ও মনন বিকাশে সহায়তা করবে। মানবেন্দ্র দেব বলেন,এ পাঠাগার আগামীর বাংলাদেশে আমাদের উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজে ভালো কাজের উদাহরণ হলো পাঠাগার স্হাপন করা।
Leave a Reply