এস এম আকাশ,বিশেষ প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর বাজার হতে অপহৃত শিশু তানজিমুল হকের মা-বাবা রাত ১০টায় আইনী সহায়তার জন্য লামা থানায় আসে।
পুলিশ বিষয়টি জানামাত্র রাতেই অভিযানে নামে। পুলিশ অবহিত হওয়ার ৮ ঘন্টার মধ্যে অভিযান চিরুনি অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার সহ অপহরণকারী ব্যক্তিদের আটক করে সক্ষম হয়।
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র তানজিমুল হক কে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে তুলে নিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবী করছে অপহরণকারীরা। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বনপুর বাজার এলাকার ঘটনা।
বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা-মা বান্দরবানে কাজে গেলে সুযোগ বুঝে বাচ্চাটিকে নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণকারী আবচার ও নুর হোসেন তাদের পূর্ব পরিচিত।
টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়।
পুলিশ অবহিত হওয়ার ৮ ঘন্টার মধ্যে চিরুনি অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করে।
জাতীয় পত্রিকা বাংলা পোটালের পক্ষ থেকে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শামীম শেখ সহ অভিযানের দায়িত্ব পালনকারী সকল অফিসারগণকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Leave a Reply