এস এম আকাশ,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসন থেকে টানা ৭বারের মত নির্বাচিত হওয়ায় বীর বাহাদুর উশৈসিংকে এমপিকে লামা উপজেলায় গণ সংবর্ধণা দেওয়া হয়েছে।
আজ ২৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে লামা পৌর এলাকার লাইনঝিরি মোড় থেকে শহরের বাসটার্মিনাল পর্যন্ত সড়কের দুপাশে হাজার হাজার নারী-পুরুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এ সংবর্ধণা দেন। এরপর পৌর বাসটার্মিনালে উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধণায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা জামাল ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে সংবর্ধণায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুসা, সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী,বান্দরবান পৌর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম ও জেলা যুবলীগের সভাপতি কেলু মং মার্মা।
লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জনাবা পারুল, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহেদ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply