মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার ( ২৩ জানুয়ারী) সকালে আগের কমিটি বাতিল করে ২১ জন সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।চট্টগ্রাম -১৫ আসনের সংসদ সদস্য আবদুল মোতালেব সিআইপি ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাসানের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটিতে উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও এমদাদীয়া মার্কেটের মালিক সালাহ উদ্দিন হিরু আহবায়ক এবং হালাল ডাইনের মালিক খোরশেদ আলমকে সদস্য সচিব করা হয় ।এছাড়াও যুগ্ম আহবায়ক করা হয় আলহাজ্ব আবুল বাশার, নাজিম উদ্দিন ( বেঙ্গল) , ফরিদ উদ্দিন, নজরুল ইসলাম, আবদুল মালেক সওদাগর ( কাঁচাবাজার), আবু কাউছার।
এছাড়াও সদস্য পদে রয়েছেন – সনাতন নাথ, শহিদুল ইসলাম চৌধুরী, প্রসেনজিৎ পাল, মোহাম্মদ মোজাফফর, আরিফুল ইসলাম, নোমান মেম্বার, নুরুন্নবী মেম্বার, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম, দেলোয়ার, রহমত আলী, আবদুল হাকিম, শিহাব উদ্দিন,শওকত আলী প্রমুখ।লোহাগাড়া বটতলী শহর পরিচালনা আহবায়ক কমিটির আহবায়ক সালাহউদ্দিন হিরু জানান।
অতীতে অনেক কমিটি হয়েছে তবে বটতলী শহরে কোন পরিবর্তন আসেনি।বটতলী স্টেশন দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রাণকেন্দ্র।আমরা চাই এ স্টেশনকে পরিষ্কার – পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে আমরা নতুন কমিটির নেতৃবৃন্দরা বসে সুন্দর একটি বটতলী শহর গড়তে কাজ করব।এজন্য সকল ব্যবসায়ী, নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সকল গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.