এস এম আকাশ, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ
বীর বাহাদুর এমপি কে বরণে ২০০ তোরণ
রং বেরঙের ডিজিটাল ব্যানার ফেস্টুন। পথে পথে অভিনন্দন ও শুভেচ্ছা ব্যানার। দুই শতাধিক বাহারি তোরণ। সবখানে সাজ সাজ রব।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ২০২৪) ইংরেজি তারিখ বিকেলে এভাবেই বরণ হতে চলেছে দ্বাদশ জাতীয় সংসদের বান্দরবান ৩০০ আসনে টানা ৭ বারের নির্বাচিত সাংসদ বীর বাহাদুর উশৈসিং,এমপি। বান্দরবানের রাজার মাঠে দেয়া হবে নাগরিক সংবর্ধনা। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
বীর বাহাদুর এমপি’র পিএস সাদেক হোসেন চৌধুরী জানান, বীর বাহাদুর সড়ক পথেই আসবেন। তবে বান্দরবান চট্টগ্রাম সড়কের দোহাজারীতে প্রথমেই স্থানীয়রা বীর বাহাদুর’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন।
এসময় ব্যক্তিগত উদ্যোগে অনেকে তোরণ তৈরি করে শুভেচ্ছা জানাবেন বীর বাহাদুর এমপি’কে।
Leave a Reply