এস এম আকাশ,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ
লামা বনবিভাগের আওতাধীন লামা পার্শ্ববর্তী চকরিয়ায় উপজেলা বমু রিজার্ভ এলাকায় সম্প্রতিকালে গড়ে উঠান অবৈধ স্থাপনায় অভিযান চালিয়ে ভেঙ্গে গড়িয়ে দিল লামা বিভাগীয় বন বিভাগ।
আজ বুধবার ১৭ জানিয়ারি ২০২৪ ইংরেজি সকাল ১১ ঘটিক
সময় বমু ফরেষ্ট অফিসের পূর্ব পাশে ভিলেজার পাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে এ অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
এ অভিযান পরিচালনা কালে অংশগ্রহণ করেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা একেএম এতা এলাহী, তৈন রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী, মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা মোঃ জসিম এলাহী,বিট কর্মকর্তা অঞ্জন বিশ্বাস,
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক বিট কর্মকর্তা অসীম কান্তি দাশ, এএসআই মোঃ কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.