তানভীর খান,ক্রাইম রিপোর্টারঃ
জনবসতি থেকে কিছুটা দূরে নির্জন এলাকায় গেলেই চোখে পড়বে ছোট ছোট সাদা রঙের ঢিবি। দেখতে সুন্দর হলেও মাটি, ইট ও কাঠের গুঁড়া দিয়ে বানানো এসব ঢিবি মূলত বন উজাড়ের মাধ্যম।
স্থানীয়রা এটিকে চুলা বা চুল্লি বলেই চেনে। নির্বিচারে কেটে আনা মণকে মণ গাছ এসব চুল্লিতে পুড়িয়ে বানানো হয় কয়লা। আর নির্গত ধোঁয়ার কুণ্ডলী দূষণ ছড়াচ্ছে পরিবেশে। পাশাপাশি হুমকিতে পড়ছে জনজীবন ও জৈববৈচিত্র্য।
ঢাকা ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন গোমগ্রাম, খোলাবাড়ী গ্রামে এমন চুল্লীর দৃশ্য দেখা যায়। জানা গেছে, চুল্লী মালিকের নাম জহিরুল ইসলাম।
স্থানীয় একজন জানান, ফসলের ক্ষতি সম্পর্কে জানা নেই। তবে শ্বাসকষ্টের ক্ষতি হতে পারে।
নাম প্রকাশ্যে অনিইচ্ছুক একজন জানান, নতুন এই চুল্লী দিয়েছে। আমাদের জানা মতে ফসলের ক্ষতি হয়। সব সময় ধোয়া ছরিয়ে এলাকায় থাকা সমস্যা হয়ে যাচ্ছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সাথে মুঠোফোনে কথা হলে জানান,, আইনত ভাবে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply