আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড হাজী হানিফ মিয়া জামে মসজিদ সংলগ্ন হাজী মুসা মিয়া তা’লিমূল কোরআন নূরানী মাদরাসায় “নবপ্রত্যয় যুব সংগঠন” এর অর্থায়নে শনিবার সকাল ১০টায় ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ ছবক ও দোয়া অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাদরাসার সভাপতি মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে নবপ্রত্যয় যুব সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় ছবক ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু।
বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রোকসানা কামাল চৌধুরী, হাতিয়া চরচেঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, মাওলানা মনির হোসাইন, নবপ্রত্যয় যুব সংগঠনের সভাপতি, দৈনিক কালবেলা সুবর্ণচর প্রতিনিধি, খন্দকার দিদারুল আলম, হাজী হানিফ মিয়া জামে মসজিদের সাবেক সভাপতি, আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, নিজাম উদ্দিন সাদ্দাম, মসজিদের মোতওয়াল্লী হাজী সোলাইমান, আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি, সাইফুল ইসলাম রাব্বুল, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক, রুবেল চৌধুরী, অর্থ সম্পাদক, হাফেজ ইব্রাহীম।
আরো উপস্থিত ছিলেন, মাওলানা ইউসুফ, বেলাল হোসেন, রহিম উল্যাহ চৌধুরী, হাজী সাহাব উদ্দিন, আব্দুল খালেক, হাফেজ আলী আজগর, অত্র মাদ্রাসার শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ ও ছাত্র ছাত্রী বৃন্দ।
এসময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ছাত্র ছাত্রীদের মাঝে ২০২৪ সালের নতুন বই বিতরণ করেন।
ছবক প্রদান, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সুবর্ণচর উপজেলার সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, বায়তুস শরফ মসজিদের সন্মানিত খতিব মাওলানা আবুল হোসাইন।
Leave a Reply