সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দোয়াজী পাড়া এলাকায় , ছাত্রলীগের সহ-সভাপতি রিপন মাহমুদ'কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে সন্ত্রাসীরা । এতে হামলার শিকার হন ইলিয়াস কাঞ্চন নামের এক যুবক।
৩ জানুয়ারি (২০২৪) বুধবার দুপুর আড়াইটার দিকে দোয়াজী পাড়া এলাকায়, এই দুর্ঘটনা ঘটে। রিপন কে চাপাতি দিয়ে কুপিয়ে সন্ত্রাসীরা মাথায় আঘাত করে।
মুরাদ পুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন রেহান'নের পিতার জানাজার নামাজ শেষে ,বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বাড়িতে ফেরার মুহূর্তে এলাকার চিহ্নিত সন্ত্রাস সুমন একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে। আতংকিতভাবে চাপাতি দিয়ে বিভিন্ন স্থানে আঘাত করে ।তাৎক্ষণিকভাবে রাস্তায় পড়ে যান রিপন মাহমুদ ও ইলিয়াস কাঞ্চন।হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসে শত শত মানুষ।
পরে গুরুতর আহত অবস্থায় রিপন মাহমুদ ও ইলিয়াস কাঞ্চন'কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তারা দুজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.