মোকাররম হোসেন,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীর পাশ্ববর্তী ফুলবাড়ী-আফতাবগঞ্জ সড়কে চার্জার চালিত ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর দু টায় ফুলবাড়ী-আফতাবগঞ্জ সড়কের ঠসার মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আলমগীর পার্বতীপুর উপজেলার কাজিপাড়া অসুরকোট গ্রামের বাসিন্দা ও আমবাড়ী বাজারের ঔষধ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঔষধ ব্যাবসায়ী আলমগীরসহ দুজন মোটরসাইকেল যোগে আফতাবগঞ্জ বাজারে যাওয়ার পথে ঠসার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি চার্জার চালিত রিক্সা-ভ্যান সজোরে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মোটরসাইকেলের চালক ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সুযোগে ভ্যানচালক ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা মোটরসাইকেল আরোহী আলমগীর কে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান বলেন, প্রাথমিক তদন্ত করে মৃতদেহটি পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রক্রিয়া চলছে।
Leave a Reply