তোফাজ্জল হোসেন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
আজ মাহিয়া আক্তার সুমা এর ৭তম এর শুভ জন্মদিন। ২০১৭ সালের২৮ ডিসেম্বর কুমিল্লা জেলার লাকসাম থানায় আজগড়া বাজার বড়বাম এলাকায় জন্মগ্রহণ করেন তিনি।
তার বাবা নাম মোঃ লোকমান হোসেন, মাতা নাম ফাতেমা বেগম, তাদের ছোট্ট একটা পরিবারের সদস্য সংখ্যা ২ জন । ফাতেমা বেগম তিনি বলেন আমার বড় মেয়ে নাম হলো মোহনা আক্তার লিমা, ছোট্ট মেয়ে নাম মাহিয়া আক্তার সুমা।
তিনি হলেন সবার ছোট। আজ এই দিনে আলোকিত করে আসলো আমার ছোট্ট কন্য মাহিয়া আক্তার সুমা। মা হিসেবে আমি যেনো আমার দায়িত্ব পালন করতে পারি।
পিতা মোঃ লোকমান হোসেন তিনি বলেন আমার এই ছোট্ট সংসার যেনো সব সময় ঠিকে থাকে। বাবা হয়ে আমার যতটুকু কর্তব্য আমি সেই কর্তব্য পালন করতে পারি তাদের সব ইচ্ছা যেনো আমি পূর্ণ করতে পারি।
সাংবাদিক মোঃ তোফাজ্জল হোসেন তিনি বলেন মাহিয়া আক্তার সুমা ও মোহনা আক্তার লিমা দুই টা হলো কলিজার টুকরা ভাগনী তার। আজ এই দিনে যারা যারা আজ মাহিয়া আক্তার সুমা শুভ জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।
সাংবাদিক মোঃ তোফাজ্জল হোসেন তিনিসাংবাদিক মোঃ তোফাজ্জল হোসেন তিনি আরো বলেন বর্তমানে ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব সভাপতি ও বাংলাদেশ পিপলস লিগ যুগ্ন সাধারণ সম্পাদক চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটি ও মানুষের কল্যাণে দৈনিক মুক্তি লড়াই ডবল মুরিং থানার একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব আছেন।
তোফাজ্জল হোসেন সাংবাদিকতার পাশাপাশি একজন হোপ ফাউন্ডেশন কাজের বাড়িডট কম সার্ভিস কোম্পানি সুপারভাইস কর্মী হিসেবে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
দিনের পর দিন নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর ভালোবাসা আমরা তার মাঝে আজও দেখতে পাই। সাদা মনের মানুষ তোফাজ্জল হোসেন রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যেতে চান বলে শেষ করেন তিনি তার বক্তব্য।
সাংবাদিক তোফাজ্জল হোসেন আজ আমার প্রিয় কলিজার টুকরা ভাগনী আজ শুভ জন্মদিনে সকল কে জানান- অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা অভিনন্দন। অবশেষে সকল বন্ধুবান্ধব ও সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধাও ভালোবাসা জানিয়ে শুভ কামনা করছি সব সময়ের জন্য ।ভালো থাকবেন সবাই।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.