সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন।
২২ ডিসেম্বর শুক্রবার মিরসরাই উপজেলার পশ্চিম মায়ানী কাজীর হাট,খেয়ারহাট বাজার, আনন্দ বাজার,বড়ুয়া পাড়ায় গণসংযোগ করেন।গণসংযোগে ওই এলাকার সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন।ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস দেন মেহনতি মানুষেরা।
গণসংযোগে উপস্থিত ছিলেন, মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার,মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফখরুল ইসলাম সিপন,নিজামপুর কলেজের সাবেক সংগ্রামী ছাত্রনেতা মিনহাজুল করিম সিদ্দিকী।
গণসংযোগে প্রার্থী মিরসরাই বাসীর দোয়া ও ভালোবাসা চেয়েছেন।আধুনিক ও স্মার্ট মিরসরাই গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।এ ছাড়া ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে নির্ভয়ে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
Leave a Reply