এস এম আকাশ, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন খ্রিস্টান ধর্মালম্বীদের বড় উৎসব বড়দিন। এই উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ত্রাণ কার্যক্রমের আওতায় লামা উপজেলার ৮৯ টি গির্জায় আধা মেট্রিক টন (নগদ ১৭৫০০ টাকা) সহায়তা দেয়া হয়েছে।
শনিবার ২৩ ডিসেম্বর বান্দরবানের লামা উপজেলা পরিষদ হলরুমে দুপুরে আনুষ্ঠানিক ভাবে লামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার ও মেয়র অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, রূপসী পাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, লামা ২ নং সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.