মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে শতাধিক কর্মী নিয়ে বিএনপি নেতা ইবাদুল ইসলাম আওয়ামী লীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২১ডিসেম্বর) বিকাল ৫ টার সময় নওয়াপাড়া নুরবাগ রেলক্রসিং সংলগ্ন জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যার কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রউফ মোল্যার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। এসময় অভয়নগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ যোগদানকারী ইবাদুলের সাথে ছিলেন, শহর আলী ও মোঃ তরিকুল ইসলামসহ কর্মীরা। যোগদান অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দকে মিষ্টি মুখ করানো হয়। ইবাদুল ইসলাম বলেন,আগে বিএনপি করতাম। বর্তমানে আওয়ামী লীগে যোগদান করেছি।
যশোর জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রউফ মোল্যা বলেন, বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীরা আমার কাছে এসে যোগদান করে। আমি তাদের ফুল দিয়ে বরণ করি।এবং তাদেরকে মিষ্টিমুখ করানো হয়।
Leave a Reply