মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও, পাঁচলাইশ ও বোয়ালখালী) সংসদীয় আসনের স্বতন্ত্র পদপ্রার্থী প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কৃষান ১৮ ডিসেম্বর (সোমবার) ফুলকপি প্রতীক পাওয়ার পরপর প্রচারণা শুরু করেছেন।
তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন এবং নোমান আল মাহমুদ এমপি’র সাথে সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেন।
এসময় তিনি আসন্ন সংসদ নির্বাচনে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। পরে প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোছলেম উদ্দিন আহমদের কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন এবং নগরীর লালখান বাজারস্থ মরহুমের বাসভবনে মোসছেম উদ্দিন আহমদের স্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করে দোয়া নেন।
মতবিনিময়কালে প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কৃষান আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে তাকে ফুলকপি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.