গোলাম রাব্বি সবুজ,ধামরাই ঢাকা প্রতিনিধিঃ
১৬ই ডিসেম্বর উপলক্ষে সারা বাংলাদেশের মতো ঢাকার ধামরাইয়ের বিভিন্ন স্থানে বিজয় দিবস উপলক্ষে চলছে নানা আয়োজন খানাপিনা সহ বাহাড়ি হিন্দি গানের হিড়িক চলছে, বাংলা ভাষাকে বিকৃতি করে এসব হিন্দি গান বাজিয়ে তারা আনন্দ উল্লাস করে যাচ্ছে, এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করে যাচ্ছে, যদিও ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর স্বাধীনতা অর্জন করে আর তখন থেকেই তৈরি হয় লাল সবুজের নতুন বাংলাদেশ , বুকের তাজা রক্ত দিয়ে প্রায় ৩০ লক্ষ শহীদের বিনিময়ে নতুন করে তৈরি হয় সোনার বাংলাদেশ, কিন্তু তরুণ প্রজন্ম যেন এটা ভুলেই যেতে বসেছে নেই কোন শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য, ডিসেম্বর আসলে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় তরুণ যুবকরা বিভিন্ন স্থানে কনসার্ট সহ নানা কিছু আয়োজন করে থাকে তবে বেশ কিছু জায়গায় দেখা যায় হিন্দি গানের সুরে তালে তাল মিলিয়ে নেচে গেয়ে তারা আনন্দ উদযাপন করছে,আর নামের নাম পালন করছে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস।
এ বিষয়ে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা জনাব সমরের আলীর সাক্ষাতে তিনি বলেন আমার ধারণা এভাবে চলতে থাকলে হয়তো যুগের পর যুগ আগের মত আর থাকবে না বাংলা গানের সুর আর হয়তো কোথাও বাজবে না প্রতিদিন তোমায় দেখে সূর্য উঠে ও আমার দেশ ও আমার বাংলাদেশ, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলো যারা, একাত্তরের মা জননী, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, তিনি আরো বলেন এখনই তরুণ সমাজ সচেতন না হলে এক সময় মুক্তিযুদ্ধের চেতনা ভুলে যাবে এই প্রজন্ম হয়তো আর মনে রাখবে না ৩০ লক্ষ শহীদের বিনিময়ে তারা এক সময় এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিল।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.