মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মাদককে না বলি, খেলাধুলায় নিজেকে নিয়োজিত রাখবো। চট্টগ্রামের লোহাগাড়া সদরে পুরাতন থানা রোডস্থ নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুর্ব পার্শ্বে নির্মিত হয়েছে আধুনিক মানের টার্ফ কিংস এ্যারেনা লোহাগাড়া।
১৫ ডিসেম্বর রাত ৮টার দিকে কিংস এ্যারেনা লোহাগাড়া শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিংস এ্যারেনা লোহাগাড়া শুভ উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান।
কিংস এ্যারেনা লোহাগাড়া`র স্বত্বাধিকারি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন কিংস এ্যারেনা লোহাগাড়া`র ম্যানেজিং ডিরেক্টর, তরুণ সংগঠক ও ফুটবলার এসএম চিশতি।
অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, যুগ্ন সম্পাদক মোঃ আলমগীর, মাস্টার নাছির উদ্দিন আহমেদ, সমাজসেবক নুরুল আলমসহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ রিদুয়ানুল হক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, সবাই খেলাধুলায় থাকবো। মাদকাসক্ত থেকে দূরে থাকতে হবে। খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে। খেলাধুলায় থাকলে যুবসমাজ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.