এস এম আকাশ, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ
বান্দরবানের লামায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদায় লামায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত পালিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) সকালে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভ লামার সকল স্থরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে দিবসটির তাৎপর্য শীর্ষক পরষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় লামা উপজেলার নবাগত নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
আরও উপস্থিত ছিলেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) এস.এম রাহাদুল ইসলাম, লামা থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ, ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন,ওমর ফারুক, উপজেলা আ.লীগের সহ সভাপতি বিজয় আইচ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ, তথ্য অফিসার খন্দকার তৌহিদ, সদর রেঞ্জ অফিসার আতা ইলাহীসহ বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তর এর প্রতিনিধি,রাজনৈতিক, সুশীল সমাজ ও সাংবাদিকরা।
প্রসংগত, ১৪ ডিসেম্বর,১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের বিজয় এর প্রাককালে জাতিকে মেধাশূন্য করার জন্য ঘৃন্য অপপ্রয়াস চালায়। সেইদিন এদেশের চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, অধ্যাপক, সাংবাদিকসহ অনেক বুদ্ধিজীবিকে তারা হত্যা করেছিল। পরে দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে।
এছাড়াও শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস উপলক্ষে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন গ্রুপে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.