পেঁয়াজ ছাড়া তরকারি
লেখকঃরিয়াজুল হক সাগর
পেঁয়াজ ছাড়া তরকারি
স্বাদটা বড় দরকারি
খাই পেঁয়াজ ছাড়া রান্না
বাড়ির সবার কান্না।
কী হলো ভাই দেশে
পেঁয়াজ ছ্বদ্ধবেশে
বাজার থেকে হারিয়ে গেল
অজানারও উদ্দেশ্যে।
পেঁয়াজ এখন দামি পণ্য
ক্রেতা অতি নগন্য
বেশি দামে পেঁয়াজ বিক্রি
এরাই দেশের জঘন্য।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.