এস এম আকাশ বিশেষ প্রতিনিধিঃ
বান্দরবানের লামাই শ্রেষ্ট জয়িতা পুরস্কার পেলেন দুই দুইবারের কাউন্সিলার (সাকেরা বেগম) লামা পৌরসভা,লামা বান্দরবান।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) এবং ৯ ডিসেম্বর ২০২৩ বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগেসমগ্র দেশব্যাপী পরিচালিত ”জয়িতা অম্বেষেণ বাংলাদেশ ” শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় সমাস উন্নয়নের সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে ( সাকেরা বেগম) পিতা :- শফি আলম, মাতা :-জারিয়া খাতুন, সাং- নয়াপাড়া ২ নং ওয়ার্ড লামা পৌরসভা, লামা বান্দরবান পার্বত্য জেলাকে শ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিক করা হলো। তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
উদ্যোগে: মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সহযোগিতায় : উপজেলা প্রশাসন, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
Leave a Reply