মোঃ পারভেজ,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
ঢাকা জেলার এক জনবহুল উপজেলা সাভার। মোট আয়তন ১৩.৫৪ বর্গকিলোমিটার এবং মোট জনসংখ্যা ২৯৬,৮৫১ জন, যা একে বাংলাদেশের ১১তম বৃহৎ শহরে পরিণত হয়েছে ,
কিন্তু বৃহৎ শহর হলেও এখানে রয়েছে নানা সমস্যা ও চরম দুর্ভোগ, সাভারের পাকিজা বা থানা রোড হচ্ছে সাভারের প্রাণ কেন্দ্র।
সাভারের পাকিজা বা থানা স্টান্ড দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও রোগী এনাম মেডিকেল কলেজ সাভার সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এ যাতায়াত করে
সরাসরি লেনের যান চলাচল নির্বিঘ্ন করার জন্য এখানে বসানো হয়েছে রোড ডিভাইডার কিন্তু এই রোড ডিভাইডার আজ এ স্থানে চলাচল করা শিক্ষার্থী ও রোগীদের জন্য সমস্যার কারন হয়ে দারিয়েছে
যানবাহন গুলো পাকিজা থেকে সরাসরি লেনে চলাচলের কারণে থানা স্টান্ড এর যাত্রীদের এখানেই নেমে যেতে হয় তার পর প্রায় ১ কি:মি হেটে থানা স্টান্ড এ পৌছাইতে হয়
স্থানীয় কিছু লোক এবং শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানাই যাতে অবিলম্বে এরকম অপরিকল্পিত রোড ডিভাইডারের সমস্যা দ্রুত সমাধান করা হোক।
Leave a Reply