ইরাক আহমেদ,গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার ১৩ নং দত্তের বাজার ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মলমল মৌজার সাকরা দক্ষিণপাড়া এলাকায় গতকাল ৭ ডিসেম্বর গভীর রাতে গৃহপরিচারিকা বিপ্লব মিয়ার ৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে সরেজমিনে জানা যায়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে আরো জানা যায়, কে বা কাহারা রাতের আধাঁরে নিন্মচাপ বৃষ্টি ও কুয়াশায় অন্ধকারের ভিতর গোয়াল শূন্য করে গরুগুলো চুরি করে।
১ কিলোমিটার খোলা রাস্তা দুইপাশে বড় বড় দুইটা বিল রয়েছে, বিলের ভিতর দিয়ে চুরেরা চুরি করে পালিয়ে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
অত্র এলাকায় এই প্রথম এমন চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়, ভুক্তভোগী বিপ্লব মিয়া চারিদিকে খোঁজ খবর নিচ্ছেন,নিকটস্থ পাগলা থানায় একটি সাধারণ ডায়েরি করতে পারেন বলে জানা যায়।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.