এস এম আকাশ,চট্টগ্রাম ব্যুরো চিপসঃ
বান্দরবানের লামায় ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় লামা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার
মোঃ মোস্তফা জাবেদ কায়সার।
সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। বিশেষ অতিথি হিসেবে আরও অংশ নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, সহকারি কমিশনার ভূমি এস এম রাহাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন, উপজেলা আ, লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পিআইও মোঃ মনিরুল ইসলামসহ ইউপি চেয়ারম্যান, সরকারি -বেসরকারি দপ্তরের প্রধান,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সাংবাদিকবৃন্দ।
প্রতিবছরের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর উদযাপন করা হবে। এতে সবাইকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করার আহবান জানানো হবে।
Leave a Reply