মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে হাসান আলী (৪২) নামে এক মাদক কারবারির দুই মাসের সাজাসহ পাঁচশ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত হাসান আলী দক্ষিণ বাসুদেবপুর গ্রামের হানিফ আলীর ছেলে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (পুরাতন বন্দর) গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজাসহ জরিমনা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
অভিযান পরিচালনা কালে উপস্তিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল জনান, মাদক বিক্রেতা হাসান আলীর কাছে তিন পুরিয়া হিরোইন পাওয়া যায়। দোষ স্বীকারের প্রেক্ষিতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Leave a Reply