মামুন মুন্সি, দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সংসদীয় আসন ২২৮,সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা করেছেন ৮ জন প্রার্থী। এ আসনে নির্বচন করতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৮ জন প্রার্থী তাদের নিজ-নিজ মনোনয়ন পত্র জমা করেছেন।
ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় নির্বাচন করতে যারা মনোনয়ন পত্র জমা করেছেন এরমধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,আওয়ামীলীগ (ছাতক),শামীম আহমদ চৌধুরী স্বতন্ত্র ছাতক, মোঃ সাচ্চু বিশ্বাস (মুক্তিজোট) আইয়ুব করম আলী,গণফোরাম ও স্বতন্ত্র (ছাতক),নাজমুল হুদা হিমেল, জাতীয় পার্টি (দোয়ারাবাজার), শেখ ইয়াকুব আলী,জাকের পার্টি( ছাতক), আশরাফ হোসাইন,বিএনএফ (সুনামগঞ্জ),আবু সালেহ বাংলাদেশ সুপ্রিম পার্টি,(দোয়ারা বাজার),আজিজুল হক,ন্যাশনালিষ্ট পার্টি (দোয়ারাবাজার
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.