সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাঁকের ভুঁইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ২৭ নভেম্বর সোমবার রাত সাড়ে নয়টার দিকে এই ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানান স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোনয়ন ঘোষণার পর স্থানীয় প্রতিপক্ষরা আবদুল্লাহ আল বাকের ভূঁইয়ার বাড়ির সামনে এসে ঘুরে ফিরেই করতে দেখা যায়। মনোনয়নের একদিন পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে আওয়ামীলীগের নেতারা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এই বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভুঁইয়া বলেন, আমরা বাড়িতে বসে আলাপ আলোচনা করছিলাম।এসময় কয়েকজন এসে আমাদের লক্ষ্য করে যায়।এরপর তারা এস এম আল মামুন’র আনন্দ মিছিল শেষে ২০/৩০ টি ককটেল বিস্ফোরণ ঘটায়।এতে কেউ আহত হয়নি।তবে তারা বিস্ফোরণের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করছে।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান,একজন কিংবদন্তী রাজনীতিবিদ আবদুল্লাহ আল বাঁকের ভুঁইয়া।যিনি আওয়ামী রাজনীতির জন্য জীবনে অনেক কিছুই বিসর্জন দিয়েছেন।তিনি দীর্ঘ ৪০ বছর ধরে রাজনীতি করে আসছেন কোনদিন আওয়ামী লীগের বিরুদ্ধে যাননি।অথচ আজকে ওনার বাড়িতেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।দ্বাদশ সংসদ নির্বাচনে অনেকেই মনোনয়ন চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজনকে দলীয় মনোনয়ন দিয়েছেন।
তাই বলে মনোনয়ন পেয়ে একজন বর্ষীয়ান নেতার বাড়িতে হামলা চালাবে,ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাবে? ২০১৪ সালে জামায়াত বিএনপি কখনো সাহস করেনি ওনার বাড়িতে হামলা চালানোর।আমাদের বাড়িতে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু রাজনীতির জন্য যার পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছেন ওনার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘৃণিত কাজ।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি যাতে তিনি শক্তভাবে বিষয়টি দেখেন।
Leave a Reply