মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর কলেজ শিক্ষক সমিতির আয়োজনে “দুর্নীতি-ই বাংলাদেশের সার্বিক উন্নয়নের একমাত্র অন্তরায়” শীর্ষক আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) দিনব্যাপী নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম আবু নওশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ রবিউল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ,নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ।পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত এর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করে। কয়েকধাপ যুক্তিতর্ক লড়াইয়ে নিজেদের সেরা প্রমাণিত করে ফাইনালে যুক্তিতর্কের লড়াই করে নওয়াপাড়া মডেল কলেজ ও সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক মো.মাহবুবুর রহমান,নুসরাত রহমান ও নুজহাত লামিছা খান।
এদিন বিকেলে চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয় সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দল নেতা লামিয়া পারভীন অরিণ। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি প্রদান করা হয়।
Leave a Reply