এমরান হোসেন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মোহাম্মদ রফিকুল ইসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড এর সিরাজ ভূইয়া রাস্তার মাথায় সীতাকুণ্ড মিনি বিরিয়ানি হাউজ এর উদ্বোধনের এক বছর পূর্ণ হল আজ ।
১৬ নভেম্বর ২০২২ রোজ বুধবার বিকালে তিনটায় স্থানীয় তোগণ্যমান্য ব্যক্তিবর্গ কে নিয়ে মিনি বিরিয়ানি হাউজ খাবারের হোটেল উদ্বোধন করা হয়। ১৬ নভেম্বর ২০২৩ রোজ বৃহস্পতিবার আজ এই দিনে এক বছর পূর্ণ মিনি বিরিয়ানি হাউজ।
মিনি বিরিয়ানি হাউজ এ রয়েছে ঘরোয়া পরিবেশে কম খরচে সকল প্রকার মানসম্মত খাবার । খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে পরিবেশন করা হবে বলে জানালেন হোটেল পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম ।
এখানে বিরিয়ানি, সাদা ভাত, ডাল, সবজি,আলু ভর্তা, গরু, খাসি ও মুরগির মাংস, পরটা সিঙ্গারা, সমুচা ছাড়াও নীহারী, বিক্রয় করা হবে। বিঃ দ্রঃ পার্সেল অর্ডার নেওয়া হয় ।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.