নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের সচিব গোলাম কিবরিয়া সোহেল চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সাথে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আলোচনা করেন।
১৫ নভেম্বর(বুধবার) দুপুরে চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সচিব গোলাম কিবরিয়া সোহেলের নিকট ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি সবাইকে নিয়ে ইউনিয়ন হলরুমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন- বর্তমান দেশ প্রযুক্তির উপর নির্ভরশীল। আমাদের সকল কার্যক্রম আমরা ডিজিটাল মাধ্যমে করি। তোমাদের আগ্রহ দেখে আমি অত্যন্ত খুশি। তাছাড়া তিনি প্রায় ১ ঘন্টা ধরে তাদের সাথে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আলোচনা করেন।
শিক্ষার্থীরা জানান – আমাদের ব্যবহারিক বিষয়ে এরকম একটা অধ্যায় আছে যা জানার জন্য আমরা সচিব মহোদয়ের নিকট আসছি? উনি আমাদের মাঝে নানা ধরনের ডিজিটাল পদ্ধতির কথা তুলে ধরেন।
Leave a Reply