রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
রায়পুর উপজেলা যুবদলের সাবেক সাঃ সম্পাদক ও রায়পুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা আনিসুল হক গ্রেফতার। তিনি রায়পুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত নুরুল হক মুন্সীর ছোট ছেলে। নিশ্চিত করেছেন ওসি ইয়াছিন ফারুক।
১২ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় রায়পুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বিস্পোরক আইনে গ্রেফতার দেখিয়ে একই দিন বেলা ১২ টায় তাকে জেল হাজতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেন, ১ নভেম্বর বিএনপির হরতাল-অবরোধে রায়পুর সরকারী হাসপাতালের সামনে অগ্নি সংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে রায়পুর থানার উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে রায়পুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং -৩, তাং ০৩/১১/২৩। উক্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ ইয়াছিন ফারুক বলেন, অভিযুক্ত আসামী আনিসুল হককে সুনির্দিষ্ট অভিযোগের আলোকে গ্রেফতার করে ১৪৩, ৩৪১, ৩৫৩, ১৮৬, ৩৩২ ধারাসহ বিস্ফোরক আইনের ৩/৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরন করি। নাশকতা মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.