ইমরান হোসেন সীতাকুন্ড( চট্টগ্রাম )প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে টহলরত পুলিশ ভ্যানে স্ক্র্যাপবাহী ড্রামট্রাক উল্টে পড়লে দুই পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার (ওসি) তোফায়েল আহমেদ।
রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার পন্থিছিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্ক্র্যাপবাহী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কে বিভাজকে উঠে যায়।এরপর উল্টে গিয়ে পুলিশের টহলরত গাড়ির উপর চাপা দিলে পুলিশ ভ্যানের পিছনের অংশ দুমড়ে মুছড়ে যায়।
মিরসরাইয়ের বি এস আর এম কারখানায় যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এবি এন্টারপ্রাইজের স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাক (চট্টমেট্রো-শ-১১-১৪-৮৭) নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িকে চাপা দেয়।টহলরত গাড়িটির পিছনের অংশ দুমডে মুছড়ে যায়।এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।আহতরা এখন সুস্থ্য আছেন।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.