মোঃ শাহ্ জালাল, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় ন্যাশনাল ব্যাংকের ৪২ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর বাজারের ইউনাইটেড টাওয়ারের দ্বিতীয় তলায় উপ-শাখাটির শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জালাল উদ্দীন প্রামানিক।
ব্যাংকটির ফরিদপুর শাখা ব্যবস্থাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, বাজার বনিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ, নগরকান্দা উপ-শাখা ব্যবস্থাপক আশিস কুমার সাহা, ভাঙ্গা শাখা ব্যবস্থাপক মোঃ আবদুল হান্নান, ফরিদপুর আঞ্চলিক কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামানসহ কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply