1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে তাহির হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে তুষার কান্তি মন্ডল শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ, দুই নারীসহ আহত ৪, ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টির অভিযোগ শ্রীপুরে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম উৎযাপন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেননা—হরিপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা

ভালো দামের আশায় আগাম ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৪১ বার পঠিত

মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

যে কোন ফসলের ভরা মৌসুমের তুলনায় আগাম ফসলের চাহিদা ও দাম দুটোই বেশি থাকে। ভুট্টার আগাম কোন জাত না থাকলেও কে কার আগে ফসল উৎপাদন করতে পারে এখন চলছে সেই প্রতিযোগীতা। দিনাজপুরের ফুলবাড়ীতে হিড়িক পড়েছে আগাম ভুট্টা চাষের। সাধারণত ডিসেম্বরে ভুট্টা বীজ বপন করা হলেও এবার অক্টোবরের শেষ সময়ে ভুট্টার বীজ বপন করছেন এই এলাকার কৃষকরা।

সরেজমিনে উপজেলার শিবনগর, আলাদিপুর, এলুয়াড়ী, খয়েরবাড়ী, বেতদিঘী, দৌলতপুর, কাজিহাল সহ বিভিন্ন এলাকায় আগাম ভুট্টার চাষ দেখা যাচ্ছে। ভোর বেলা চাষিরা পরিবার পরিজন নিয়ে লাঙল, কোদাল, বালতি, সুতলি নিয়ে রওনা হচ্ছেন জমিতে। দিন ছোট হওয়ায় খুব সকাল থেকে ভুট্টা বীজ বপন করছেন তারা। শিবনগর ইউনিয়নে দেখা যায়, একজন সুতলি দিয়ে দেড় হাত পরপর জমিতে দাগ দিচ্ছেন। দুজন দাগ দেয়া জমিতে ছোট লাঙল টানছেন। আর ৪/৫জন ভুট্টার বীজ বপন করছেন। এ দের মধ্যেই কেউ কেউ বপন করা বীজ মাটি দিয়ে ঢেকে দিচ্ছেন। এক একর জমিতে ভুট্টার বীজ বপন করতে ৮ থেকে ১০ জনই যথেষ্ট বলছেন কষকরা।

 


উপজেলার শিবনগর ইউনিয়নের পুরাতন বন্দর এলাকার মামুনুর রশীদ জানান, এবার চার একর জমিতে আগাম ভুট্টা লাগিয়েছেন। আগাম ভুট্টা চাষে রোগ বালাই কম হয়। আগাম ভুট্টার বিশেষ চাহিদা থাকায় দাম ভালো পাওয়া যায়। আবহাওয়া ঠিক থাকলে অন্যান্য ভুট্টার চেয়ে অন্তত দু মাস আগে এই ভুট্টা ঘরে উঠবে।

নুরপুর গ্রামের কৃষক বাবু মিয়া বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার অনেক আগে ভুট্টা চাষ করেছি। আগাম জাতের ধান কাটার পর সেই জমিতে আগাম ভুট্টা চাষ করছি। এখনও আমন ধান কাটা শুরু হয়নি বলে সস্তায় শ্রমিক পাওয়া যাচ্ছে। ভুট্টা বপনে মহিলা শ্রমিক তিনশ টাকা আর পুরুষ শ্রমিক চারশ টাকাতেই পাওয়া যাচ্ছে। সব দিক বিবেচনায় আগাম ভুট্টা অনেক লাভ জনক হওয়ায় দিন দিন এর আবাদ বাড়ছে।

দাদপুর মালিপাড়া এলাকার কৃষক হাফিজুর রহমান ও শাহীন আলম জানান, গত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে আগাম ভুট্টার দাম অনেক বেশি থাকে। পরে তা ধীরে ধীরে কমতে থাকে। আগাম বাজার ধরতেই কৃষকদের মাঝে একটা অদৃশ্য প্রতিযোগীতা চলছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভুট্টা রবি মৌসুমের ফসল। রবি মৌসুমে ভুট্টা দু বার চাষ করা যায়। আগাম পর্যায়ে ১৫অক্টোবর হতে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে নভেম্বরের শেষ দিক হতে ডিসেম্বরের শেষ পর্যন্ত। অন্যান্য বছরের তুলনায় এবার আগাম ভুট্টা বেশি চাষ হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, কম খরচে অধিক লাভ হওয়ায় উপজেলায় ভুট্টার চাষ ব্যাপক হারে বাড়ছে। এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ৩হাজার ৭৯৮ হেক্টর এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৪২৪৭ মেট্রিক টন। আশা করছি, এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park