মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
বেনাপোল থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, যশোরের শার্শা থানার ইছাপুর গ্রামের
কিতাব আলী বিশ্বাসের ছেলে বকুল হোসেন(৪৪) ও একই এলাকার মৃতঃ মোস্তাব আলী গাজীর ছেলে মফিজুর রহমান (৪০)।
ডিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হক দ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানার ইছাপুর সাকিন হইতে ধৃত আসামী মফিজুর রহমানের দক্ষিণ দুয়ারী বসতবাড়ীর বারান্দা হতে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৩ লক্ষ টাকা।
উল্লেখ্য যে, ১নং আসামী বকুল হোসেনের বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা, বিস্ফোরক, মাদকসহ ৯ টা মামলা বিচারাধীন রয়েছে।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান ডিবির ওসি রুপন কুমার সরকার।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.