পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর রবিবার বিকাল ৩ টায় রায়পুর প্রাইম ব্যাংকের সামনে মিছিল পূর্ববর্তী বিক্ষোভ সমাবেশে রায়পুর পৌর আওয়ামীলীগ এর ভাঃ সভাপতি কাউন্সিলর নোমান বলেন, বাংলাদেশ যখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সারা দেশে যখন উন্নয়নের জোয়ার বইছে, সাধারন মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, গর্ববতী ভাতা, মুক্তিযোদ্ধ ভাতা পাচ্ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে জনগনকে টিসিবির মাধ্যমে কমমূল্যে খাদ্যদ্রব্য সরবরাহ করছে, সেই সময়ে বিএনপি আন্দোলনের নামে সারাদেশে সাধারন জনগনকে কষ্ট দিচ্ছে, সন্ত্রাস-চেষ্টা করছে, আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী হয়ে আমরা তা করতে দিবনা। রায়পুর পৌরসভা আওয়ামী লীগের সাঃ সম্পাদক আবু সাইদ জুটন বলেন, দেশে যখন জিডিপি বাড়ছে, দেশের টাকায় পদ্মা সেতু হয়েছে, কর্নফুলি টানেল হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, মেট্রোরেল হয়েছে, পায়রা তাপ বিদ্যূৎ কেন্দ্র হয়েছে, ঠিক তখনই বিএনপি দেশে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করছে, জনগনের জান-মালের নিরাপত্তায় আমরা সদা জাগ্রত, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক ও লক্ষ্মীপুর -২ রায়পুর আসনের সংসদ সদস্য এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন ভাইয়ের নের্তৃত্বে আমরা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। বিএনপির যে কোন অপরাজনীতি ঠিকাতে আমরা প্রস্তুত।
সমাবেশ শেষে ব্যানার সহকারে দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে রায়পুর বাসষ্ট্যান্ড এলাকা, প্রধান সড়ক, হল রোড, সাবেক সোনালী ব্যাংক রোড, মধ্য বাজার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে রায়পুর উপজেলা আওয়ামীলীগের প্রথম সারীর উল্লেখযোগ্য কোন নেতা উপস্থিত না হলেও, উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাঃ সম্পাদক ও পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাঃ সম্পাদক কামরুল হাসান রাসেল, উপজেলা আওয়ামীলীগের সদস্য তারেক আজিজ জনি, পৌর আওয়ামীলীগ এর ভাঃ সভাপতি জাকির হোসেন নোমান পাটোয়ারী, পৌর আওয়ামীলীগ এর সাঃ সম্পাদক আবু সাইদ জুটন, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউসুফ হোসেন বিএসএস।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল আহসান রিপন, যুগ্ন-আহবায়ক সালাহউদ্দিন বাবু, মুরাদ হোসেন মিয়াজী, জামাল হোসেন পাটোয়ারী, উপজেলা জাতীয় শ্রমিকলীগ এর আহবায়ক কাকন, পৌর শ্রমিক লীগের আহবায়ক ইসমাইল হোসেন মোহন, ছাত্রীগ নেতা শরীফ হোসেন, তাওসীন পাটোয়ারী প্রমূখ। এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকসহ নেতা কর্মীগন সমাবেশে উপস্থিত ছিলেন।
Leave a Reply