পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে জমিজমার বিরোধের জেরে দুই সহোদর ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আহত ওমর ফারুক বাদী হয়ে, আশরাফুল আলম রবি, সাইফুল ইসলাম রেজু, ও শাহাদাৎ হোসেন রনির বিরুদ্ধে রায়পুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে ও সরেজমিন গিয়ে জানা যায়, রায়পুর ৬ নং কেরোয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইদ্রিস পাটোয়ারী বাড়ির মৃত সিরাজ উল্যা পাটোয়ারীর ছেলে ওমর ফারুক ও সোলাইমানের সাথে মোঃ আবুল কাশেমের সাথে ২ শতাংশ ভূমি নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। ৬ নং করোয়ার ৫ নং তৌজির ৩৩ নং কেরোয়া মৌজার আর এস ৩৯৫৮ নং খতিয়ানের ১৪০৪৭ নং দাগে ২ শতাংশ জমি সিরাজ উল্লার নামে রেকর্ড এবং মৃত সিরাজ উল্লার ওয়ারিশগন উক্ত জমি ভোগ দখলে রহিয়াছে। এজাহারের বাদী ওমর ফারুক জানান, দীর্ঘ ৪০ বছর যাবত এই জমি আমাদের নামে রেকর্ড এবং আমরা ভোগ দখলে আছি। ইতিপূর্বেও বিবাদীগন উক্ত ভূমি নিয়ে আমাদের বিরুদ্ধে মিছ মামলা নং ৩৮২/২০ দায়ের করে, উক্ত মামলা স্বাক্ষ-প্রমান ও তদন্ত রিপোর্টে আমাদের মালিকানা ও দখন প্রমান হওয়ায় খারিজ হয়ে যায়। বিবাদীগন বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন হুমকি ধমকি দেয়ায় আমরা বিজ্ঞ আদালতে ১০৭/১১৭ ধারায় বিবাদীদের বিরুদ্ধ একটি মামলা দায়ের করি, বিবাদীরা আমাদের আর কোন ক্ষতি করবেনা মর্মে বিজ্ঞ আদালতে অঙ্গিকার করে আসে। গত শুক্রবার সকাল ৯ টায় উক্ত ভূমিতে আমরা ঘর নির্মান করতে গেলে বিবাদীগন আমি এবং আমার ভাই সোলাইমানের উপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে, তাদের মারপিটে আমরা দুই ভাই মারাত্মক আহত হই। এসময় বিবাদীরা আমাদের বাগানের অনেকগুলো গাছ কেটে ফেলে। ৯৯৯ এ কল দিলে তাৎক্ষনিক রায়পুর থানার এস আই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়া আসিলে বিবাদীরা স্থান ত্যাগ করে। আশপাশের লোকজন আমাদেরকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। যার রেজিষ্ট্রেশন নং ৮৩৫/১৩১, ও ৮৩৬/১৩২, তাং ১৩/১০/২০২৩। বিবাদীদের আঘাতে আমার ডান হাতের কব্জিতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হই, তাছাড়া সারা শরীরে মারাত্মক ফুলা জখম হই। আমার ভাই সোলায়মানের পিঠে থেতলানো জখম হয় এবং সারা শরীরে ফুলা জখম হয়।
এ ব্যাপারে ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ সোহেল বলেন, বিষয়টি আমি অবগত আছি, মিমাংসা করে দেয়ার উদ্যোগ নিয়েও ব্যার্থ হই। বাদী ওমর ফারুকের চাচা সাবেক মেম্বার মমিন উল্লা পাটোয়ারী বলেন, সম্পুর্ন অন্যায়ভাবে আবুল কাশেম ও তার ছেলেরা আমার ভাতিজাদের উপর নির্যাতন করে আসছে, আমি এর বিচার চাই। স্থানীয় গন্যমান্য ব্যাক্তি হারুনুর রশীদ পাটোয়ারী বলেন, বাদী ও বিবাদীদের স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করেও ব্যার্থ হই। বিবাদী রবি, রেজু ও রনিকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তারা গাছ কেটে ফেলার কথা স্বীকার করে বলেন, উক্ত বিরোধীয় জমিতে আমরা ১ শতাংশ জমিন দাবী করে আসছি, গঠনার সময় তারা উক্ত জমিতে গৃহ নির্মান করতে গেলে আমরা বাধা দেই, এক পর্যায়ে দুই পক্ষের হাতাহাতি হয়। আমরা এর উপযুক্ত সমাদান চাই।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, উক্ত বিষয়ে ওমর ফারুক বাদী হয় একটি লিখিত এজাহার জমা দিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্তের পর অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.