কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন ২০২৩ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজো উৎসব পালনে, পূজামণ্ডপ সমূহে নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান,। থানার ভাররপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শেখর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক রাজিব ঘোস, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্র রঞ্জন সাহা প্রমূখ ।
উপজেলার ৬৮টি পূজা মন্ডপে দুর্গপূজা অনুষ্ঠিত হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে পূজার আনুষ্ঠানিকতা শেষ করে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। রাত বারোটার পরে কোনরকম বাধ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ । প্রতিটি পুজা মণ্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় মণ্ডপ কমিটিকে সিসি ক্যামেরা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এ-সময় উপজেলার ৬৮টি পুজা মণ্ডপে নগদ ২৪ হাজার টাকা করে মোট ১৬ লাখ ৩২ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।
সভায় ইউপি চেয়ারম্যানগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ বিভিন্ন পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.