ইশতিয়াক আহাম্মেদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে মো. জুনাইদ হোসেন সাদেক (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে (২ অক্টোবর)২০২৩ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর সামছের তলা এলাকায় পদ্মা নদী থেকে জুনাইদের ভাসমান মরাদেহ উদ্ধার করে এলাকা বাসী।
মৃত জুনাইদ দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিন ফিলিপনগর গ্রামের মোঃ জিয়ারুল ইসলামের ছেলে এবং পশ্চিম -দক্ষিন ফিলিপনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।মৃত জুনাইদের পরিবার সূত্রে জানাগেছে, শিশু জুনাইদ হোসেন সাদেক(০১আক্টোবর) রবিবার বিকেলে পার্শ্ববর্তী মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের নাহারুল ইসলামের স্ত্রী সাগরিকার তার খালার বাড়িতে বেড়াতে যায়। এবং সকাল ০৯টার সময় বাড়ির পাশে পদ্মা নদীর পাড়ে খেলা করার সমশ অসাবধান বসত পড়ে গিয়ে ডুবে যায়। প্রায় এক ঘন্টা পর বাড়ির লোকজন ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পরে পরিবারের লোকজন মৃত শিশুকে নিজ গ্রামে নিলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে দৌলতপুর ওসি রাকিবুল হাসান জানান, দৌলতপুরের বৈরাগীরচরে পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ভাসমান অবস্থায় পদ্মা নদী থেকে শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
Leave a Reply