1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে তাহির হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে তুষার কান্তি মন্ডল শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ, দুই নারীসহ আহত ৪, ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টির অভিযোগ শ্রীপুরে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম উৎযাপন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেননা—হরিপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা

অভয়নগরে ডাক্তারি পাশ না করেও ভূয়া নামধারী ডাক্তারের ছড়াছড়ি

  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলায় ডাক্তারী পাশ না করেও ভূয়া নামধারী ডাক্তার পরিচয় দানকারী চিকিৎসকের ছড়াছড়ি দেখা যাচ্ছে । ফলে, চিকিৎসার নামে অপচিকিৎসার শিকার হচ্ছে সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন এলাকার এমন ভূয়া নামধারী চিকিৎসা কেন্দ্রগুলো ঘুরে এমন চিত্র উঠে এসেছে অনুসন্ধানে। উপজেলার বিভিন্ন ঔষধ ফার্মেসীর আড়ালেও চলছে চিকিৎসার নামে অপচিকিৎসা।

 

দীর্ঘদিন প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে এসব ভূয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন না করার কারণে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে ওই সব ভূয়া নামধারী ডাক্তার পরিচয় দানকারী ব্যক্তিদের অপচিকিৎসা কেন্দ্র। অনুসন্ধানে জানা গেছে, ওই সব নামধারী কিছু ভূয়া ডাক্তার উত্তরাধিকার সূত্রে ডাক্তার হয়ে বসে আছে। তাদের পিতা ছিলো ডাক্তার, সেই সূত্রে ছেলে হয়ে পড়েছে ভূয়া ডাক্তার। ফলে, ওইসব ডাক্তার পরিচয়দানকারীদের চিকিৎসা সেবা নিয়ে নাজেহাল হয়ে পড়ছে গ্রাম শহরের সাধারণ মানুষ। ওই সব ভূয়া নামধারী চিকিৎসকের অপচিকিৎসার শিকার হয়ে রোগ সারাতো দুরে থাক মানুষের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধছে। পরে যশোর-খুলনাসহ ভারতের মতো দেশে বেঁচে থাকার জন্য বড় বড় ডাক্তার দেখাতে দৌড়াতে হয়, লাখ লাখ টাকা খরচ করেও রোগ আর ভালো হয়না।

 

আরোও জানা গেছে, ওই সব ভূয়া ডাক্তারগণের নেই কোন ডাক্তারী সনদ, নেই কোন মানুষ চিকিৎসা করার অনুমতিপত্র, নেই কোন পাশকরা সার্টিফিকেট, পিতা ছিল ডাক্তার সেই সূত্রে তারাও হয়েছে ভূয়া ডাক্তার। উপজেলার সিদ্দিপাশা, সোনাতলা, আমতলা, চাকই, মধুরগাতি, নাউলী, সিংগাড়ি, হরিষপুর, শংকরপাশা, দেয়াপাড়া, চেঙ্গুটিয়া বাজার, ধোপাদি, ভাঙ্গাগেট, আলীপুর, নওয়াপাড়া বউবাজার, সুন্দলী, নওয়াপাড়া ক্লিনিকপাড়াসহ উপজেলার সকল ছোট বড় বাজারে এমন সনদ বিহীন অসংখ্য ভূয়া নামধারী ডাক্তারের ছড়াছড়ি ।

 

ওই সব ভূয়া নামধারী ডাক্তারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন সচেতন মহল। এবিষয়ে যশোর জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বলেন, এরকম চিকিৎসকরা ডাক্তার নাম ব্যবহার করতে পারবেনা যদি ডাক্তার পরিচয় ব্যবহার করে কোন চিকিৎসা করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park