মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
গত কয়েক দিনের টানা বর্ষণে ডুবে গেছে ফুলবাড়ীর বিভিন্ন এলাকা। পানি বন্দি হয়ে পড়েছেন অনেক পরিবার। পানি নিষ্কাশনের গতি ধীর হওয়ায় ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। তাই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া এলাকায় দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ২শতাধিক বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউপি চেয়ারম্যান এনামুল হকের তত্ত্বাবধানে এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল ইসলাম।
ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, টানা বর্ষণে রাস্তা ঘাট সহ ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বিশেষ করে বালুপাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা পানি বন্দি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছে।
বিষয় গুলো ইউএনও স্যারকে জানালে তিনি জেলা প্রশাসনে অবগত করেন। দিনাজপুর জেলা প্রশাসন পক্ষ থেকে বালুপাড়া, মুক্তারপুর, ডাঙাপাড়া, হঠাৎ পাড়ার ২শতাধিক অসহায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করা হচ্ছে। এসব উপহারের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবন, হলুদ, মরিচ গুড়ো, ধনে গুড়োসহ প্রতি প্যাকেটে সাড়ে ১৪কেজি পণ্য রয়েছে।
Leave a Reply